Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিকবক্সিংয়ে প্রশিক্ষণ নিচ্ছেন কীর্তি কুলহারি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

দিশা পাটানির পর আরেকজন বলিউড অভিনেত্রী থাই মার্শাল আর্টস মুয়ে থাই বা কিকবক্সিংয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। এই অভিনেত্রীটি হলেন কীর্তি কুলহারি। বলাই বাহুল্য একটি নতুন ফিল্মের জন্য তার এই কসরত, তবে এই ফিল্মটির নাম এখনও ঘোষণা করা হয়নি। সপ্তাহ খানেক আগে তিনি প্রশিক্ষণে অংশ নেয়া শুরু করেছেন এবং মনপ্রাণ দিয়েই অনুশীলন করছেন। “নতুন যে কোনও কিছু শেখা দারুণ। আমার পেশা আর যেসব ভূমিকায় অভিনয় করি তার জন্যই এই সুযোগ পাচ্ছে, এ জন্য আমি কৃতজ্ঞ,” কীর্তি বলেন। “কিকবক্সিং যে শুধু ভাল শরীরচর্চা তাই নয় এতে দেহ ও মনের সমন্বয় সাধিত হয় এবং রিফ্লেক্স উন্নত হয়। এছাড়া কিভাবে আঘাতের প্রত্যুত্তর দিতে হয় তা জানা মাঝে আনন্দ আছে। আমি উপভোগ করছি,” তিনি আরও বলেন। কীর্তিকে আগামীতে দুই চলচ্চিত্র ‘মিশন মঙ্গল’ আর ‘বার্ড অফ বøাড’ এবং আমাজনের ‘ফোর মোর শটস প্লিজ’ ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুমে দেখা যাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ