রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ইন্দুরকানীতে চুরির অভিযোগে গৃহবধূর চুল কর্তন করা হয়েছে। চর টেংরাখালী এলাকার রফিকুলের স্ত্রী সাজেদা বেগম কে ডিম চুরির অভিযোগ এনে একই এলাকার তাইমুন বেগম, মিথি ও বিউটি সাজেদা বেগমের চুল কেটে দেয়। এসময় সাজেদা বেগম চিৎকার করলে এলাকারবাসী তাকে উদ্ধার করে। বৃহস্পতিবার চুল কাটার পর শুক্রবার রাতে ইন্দুরকানী থানায় সাজেদা বেগম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। সাজেদা বেগম জানান, আমার স্বামী একজন দিনমজুর, আমরা উভয় পরিশ্রম করে সংসার চালাই। আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে আমার ঘরের ঢুকে আমাকে মারধর করে এবং মাথার চুল কেটে দেয়।
ইন্দুরকানী থানার ওসি জানান, মামলার আসামি তাইমুন (৫৫) মিথী (২৫) ও বিউটি (৩৫)কে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া আসামিদের সঙ্গে ছোট ছোট তিনটি সন্তানসহ কোর্টে প্রেরণ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।