Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিএন্ডটি ভবন ধসে পড়ার শঙ্কা

রামগতি (লক্ষীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

লক্ষীপরের রামগতিতে কয়েক যুগের পুরনো বাংলাদেশ তার ও টেলিফোন একচেঞ্জ (টিএন্ডটি) ভবন ধসে পড়ার আশংকা দেখা দিয়েছে। 

জানা যায়, কয়েক যুগের পুরনো ভবন হওয়াতে ভবনের ছাদ, পলেস্তার দরজা জানালা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এখন এমন আশংকা দেখা দিয়েছে যে কোন মুহূর্তে পুরো ভবনটি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয়রা জানায়, ভবনটি কোন ধরনের ক্ষয়ক্ষতির মুখোমুখি হলে এ এলাকার কয়েক লাখ মোবাইল ও ল্যান্ড ফোনের যোগাযোগ ব্যবস্থা বিপর্যয়ের মধ্যে পড়বে।
এ বিষয়ে টিএন্ডটিতে কর্মরত সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. শিব্বির আহাম্মদ জানান, ভবনটি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। ছাদ, পলেস্তার এবং ভবনের বিভিন্ন অংশ ভেঙে ভেঙে পড়ছে। যে কোন মূহুর্তে ভবনটি ভেঙেচুরে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমাদের উর্ধতন কর্তপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। বর্তমানে অন্য কোন উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে আমি এবং একজন লাইনম্যান অফিস করছি এবং সেখানেই বসবাস করতে হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ