Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালিকবিহীন ৭ লাখ ইয়াবা উদ্ধার

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার : | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১২:২৯ এএম

 

নাফনদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন ৭ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। টেকনাফ স্থল বন্দরের নিকটবর্তী জাইল্লারদ্বীপ এলাকা সংলগ্ন নাফ নদী থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানা গেছে। 

টেকনাফে মাদকবিরোধী সাড়াঁশি অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে শতাধিক ইয়াবা কারবারি নিহত হয়েছে। আরো শতাধিক কারবারি আত্মসমর্পণ করে এখন কারাগারে। এ ছাড়াও পালিয়ে আত্মগোপনে চলে গেছে অসংখ্য কারবারি। কিন্তু এতেও থামছেনা ইয়াবা পাচার। শুক্রবার মধ্যরাতেও কোস্টগার্ড নাফ নদী থেকে উদ্ধার করে প্রায় ২০ কোটি টাকার ৭ লাখ ইয়াবা। এখন প্রশ্ন উঠছে এসব কোটি কোটি টাকার মাদক-ইয়াবা কি ভ‚তে যোগান দিচ্ছে? নাকি সরষের মধ্যে ভ‚ত এখনো রয়ে গেছে?
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন হায়াত ইবনে সিদ্দিক সাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ