Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেলুন থেকে পরিচয় তারপর গায়ক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

সঙ্গীতশিল্পী ও পরিচালক হাবিব ওয়াহিদ নতুন এক শিল্পী উপহার দিলেন। সম্ভাবনাময় এই শিল্পীর নাম টি. কে. তারেক। সম্প্রতি তারেককে দিয়ে হাবিব নতুন একটি গান গাইয়েছেন এবং তা প্রকাশ করেছেন। গানটির শিরোনাম অভিমানী প্রেম। গানটি হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। তারেক হাবিবের নতুন আবিষ্কার। তবে এই আবিষ্কারের পেছনে রয়েছে মজার ঘটনা। হাবিব নিজেই সেই ঘটনা জানিয়েছেন। তিনি বলেন, কিছুদিন আগে রাজধানীর একটি সেলুনে আমি চুল কাটাতে গিয়েছিলাম। সেখানে তারেকের সঙ্গে পরিচয় হয়। আমাকে দেখে কাছে এসে বললো, সে আমার ফ্যান। জানায়, সে নিজেও গান গাওয়ার চেষ্টা করে। তার সঙ্গে থাকা মোবইল থেকে তার গাওয়া একটি গানও আমাকে শোনায়। গানটার মিউজিক আমার পছন্দ হয়নি। খুবই সাধারণ একটা মিউজিক ছিল। তবে গানে তারেকের কণ্ঠ আমার কানে লাগে। তাকে স্টুডিওতে আসতে বললাম। একটা জিঙ্গেল গাওয়ালাম। বুঝতে পারলাম তাকে দিয়ে হবে। এই হবে থেকেই তাকে দিয়ে অভিমানী প্রেম গানটি করি। উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান ইরফানের কথায় গানটির সুর-সংগীত করেন হাবিব। গানের ভিডিওতে টি কে তারেক ছাড়াও মডেল হিসেবে আছেন আয়শা নুদরাত ও রায়হান ইসলাম শুভ্র। টি কে তারেকের জন্ম পঞ্চগড়ে। থাকেন ঢাকাতেই। পাশাপাশি নিয়মিত গান লেখা, সুর ও গাওয়ার কাজটি করেন। মূলত তার গায়কীর কারণেই হাবিব তাকে নিয়ে কাজ করার আগ্রহ দেখান। এর আগে হাবিব ওয়াহিদ কায়া, হেলাল, শিরিন, ন্যানসি, জুলি, কণিকা, নির্ঝরের মতো শিল্পীকে তুলে আনেন। নতুন নতুন শিল্পীর সন্ধানে তিনি সব সময়ই থাকেন।



 

Show all comments
  • Hridoy Khan ২৭ জুলাই, ২০১৯, ২:৩৫ এএম says : 0
    Ami allaha hor kache duya kori jate apnader asha furon kore ,,,amin,ami,?????
    Total Reply(0) Reply
  • Mmdd Jjaahhedd ২৭ জুলাই, ২০১৯, ২:৩৫ এএম says : 0
    বাংলাদেশে অাসিফ অাকবরের মতো অতো পপুলারিটি অার কোন শিল্পি পাইনি,নিজের চখে দেখা
    Total Reply(0) Reply
  • Abdul Hamid Mamun ২৭ জুলাই, ২০১৯, ২:৩৬ এএম says : 0
    খুব খুব ভালো লাগলো,,আমি অনেক আগে থেকেই ভাবতাম যদি
    Total Reply(0) Reply
  • Rater Jonaki Uzzal ২৭ জুলাই, ২০১৯, ২:৩৬ এএম says : 0
    অবিরাম ভালোবাসা .. বস অাপনাকে কাছ থেকে না দেখলে অামি মরেও সানতি পাবো না,,,
    Total Reply(0) Reply
  • রিমন ২৭ জুলাই, ২০১৯, ১২:০৮ পিএম says : 0
    শুভ কামনা রইলো নতুন গায়কের জন্য
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ