প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সঙ্গীতশিল্পী ও পরিচালক হাবিব ওয়াহিদ নতুন এক শিল্পী উপহার দিলেন। সম্ভাবনাময় এই শিল্পীর নাম টি. কে. তারেক। সম্প্রতি তারেককে দিয়ে হাবিব নতুন একটি গান গাইয়েছেন এবং তা প্রকাশ করেছেন। গানটির শিরোনাম অভিমানী প্রেম। গানটি হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। তারেক হাবিবের নতুন আবিষ্কার। তবে এই আবিষ্কারের পেছনে রয়েছে মজার ঘটনা। হাবিব নিজেই সেই ঘটনা জানিয়েছেন। তিনি বলেন, কিছুদিন আগে রাজধানীর একটি সেলুনে আমি চুল কাটাতে গিয়েছিলাম। সেখানে তারেকের সঙ্গে পরিচয় হয়। আমাকে দেখে কাছে এসে বললো, সে আমার ফ্যান। জানায়, সে নিজেও গান গাওয়ার চেষ্টা করে। তার সঙ্গে থাকা মোবইল থেকে তার গাওয়া একটি গানও আমাকে শোনায়। গানটার মিউজিক আমার পছন্দ হয়নি। খুবই সাধারণ একটা মিউজিক ছিল। তবে গানে তারেকের কণ্ঠ আমার কানে লাগে। তাকে স্টুডিওতে আসতে বললাম। একটা জিঙ্গেল গাওয়ালাম। বুঝতে পারলাম তাকে দিয়ে হবে। এই হবে থেকেই তাকে দিয়ে অভিমানী প্রেম গানটি করি। উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান ইরফানের কথায় গানটির সুর-সংগীত করেন হাবিব। গানের ভিডিওতে টি কে তারেক ছাড়াও মডেল হিসেবে আছেন আয়শা নুদরাত ও রায়হান ইসলাম শুভ্র। টি কে তারেকের জন্ম পঞ্চগড়ে। থাকেন ঢাকাতেই। পাশাপাশি নিয়মিত গান লেখা, সুর ও গাওয়ার কাজটি করেন। মূলত তার গায়কীর কারণেই হাবিব তাকে নিয়ে কাজ করার আগ্রহ দেখান। এর আগে হাবিব ওয়াহিদ কায়া, হেলাল, শিরিন, ন্যানসি, জুলি, কণিকা, নির্ঝরের মতো শিল্পীকে তুলে আনেন। নতুন নতুন শিল্পীর সন্ধানে তিনি সব সময়ই থাকেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।