প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত বছর স্টার সিনেপ্লেক্স চারটি নতুন সিনেপ্লেক্স নির্মাণ করার ঘোষণা দিয়েছিল। ঘোষণা অনুযায়ী ধানমন্ডির সীমান্ত সম্ভারে চালু হয় স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। এবার মহাখালীতে চালু হচ্ছে একই প্রতিষ্ঠানের আরও একটি সিনেপ্লেক্স। স্টার সিনেপ্লেক্সের এটি তৃতীয় শাখা। নির্মিত হচ্ছে মহাখালীর এসকেএস টাওয়ারে।চালু হবে সেপ্টেম্বরে। প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ জানান, প্রেক্ষাগৃহটির কাজ প্রায় শেষ। এটি এখন দর্শকদের জন্য খুলে দেওয়ার অপেক্ষায় আছে। উল্লেখ্য, দেশের সিনেমাপ্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি-সংবলিত সাউন্ড সিস্টেমের জন্য সিনেপ্লেক্সটি দর্শকদের মন জয় করে। হলিউডের নতুন সিনেমা একই সময়ে মুক্তি দিয়ে হল কর্তৃপক্ষ সাড়া জাগায়। কোনও কোনও সিনেমা যুক্তরাষ্ট্রের আগেই বাংলাদেশে মুক্তি দিয়েছে তারা। হলিউডের পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিত প্রদর্শন করছে হল কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।