Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন করে তুমি মোর জীবনের ভাবনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

শিবলী সাদিক পরিচালিত এবং সালমান শাহ-শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’ সিনেমার কনকচাঁপার গাওয়া ‘তুমি মোর জীবনের ভাবনা’ গানটি নতুন করে গেয়েছেন এই প্রজন্মের সঙ্গীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। গানটি লিখেছিলেন এবং সুর সঙ্গীত করেছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। লুইপা বলেন, ‘শ্রদ্ধেয় বুলবুল স্যারের সৃষ্টির প্রতি অনেক আগে থেকেই আমার ভালোবাসা ছিলো। নিজের অজান্তেই ছোটবেলা থেকে তার গানগুলোর প্রতি অন্যরকম ভালোবাসা ছিলো। তখন থেকেই স্বপ্ন ছিলো নিজের কন্ঠে স্যারের সৃষ্ট সেই স্বপ্নের গানগুলো নিজের কন্ঠে ধারন করবো। তাই স্যারের প্রতি শ্রদ্ধা রেখে এই গানটি গেয়েছি। আমি আশীবার্দ চাই সবার কাছে যেন বাংলা গানেক আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। গানটির সুর ঠিক রেখে নতুন করে সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। প্রকাশ করছে অনুপম মিউজিক। এদিকে লুইপা আগামী ২৮ জুলাই রাশিয়াতে সঙ্গীত পরিবেশন করবেন। ফিরবেন আগামী ৯ আগস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ