Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দাবাং থ্রি’তে সালমানের আরেক নায়িকা সায়ি মাঞ্জরেকার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

অভিনেতা পরিচালক মহেশ মাঞ্জরেকারের কনিষ্ঠ কন্যা সায়ি মাঞ্জরেকারের অভিনয়ে অভিষেক হবে ‘দাবাং থ্রি’ দিয়ে, এই খবর বেশ আগেই প্রকাশ পেয়েছে। কিন্তু তার ভূমিকা জানা যায়নি। সর্বশেষ জানা গেছে তিনি সালমান খান রূপায়িত চুলবুল পান্ডে’র প্রেমিকার ভূমিকায় অভিনয় করবেন। ‘দাবাং থ্রি’র কাহিনী সম্পর্কে যতটা আভাস পাওয়া গেছে তাতে স্পষ্ট হয়েছে তা অতীত আর বর্তমানে এগোবে। তাতে সোনাক্ষি সিনহা চুলবুলের স্ত্রী রাজ্জোর ভূমিকায় ফিরবেন তা নিশ্চিত। আর, সায়িকে ফ্ল্যাশব্যাকে দেখা যাবে চুলবুলের তরুণতর বয়সে তার প্রেমিকার ভূমিকায়। সালমান খান এবং আরবাজ খানের প্রযোজনায় ‘দাবাং থ্রি’ পরিচালনা করছেন প্রভু দেবা। আরবাজ এর আগে বলেছেন, “ফিল্মটি নিয়ে আমি রোমাঞ্চিত, এটির নির্মাণও আমরা খুব উপভোগ করছি। সবাই বলছে ফিল্মটি নিয়ে তাদের অনেক প্রত্যাশা। আমি একে আশাব্যঞ্জক বলে মনে করি।” “আমরা এখন দীর্ঘ শিডিউলের মাঝে আছি। ফিল্মটির শুটিংয়ের ৬০ শতাংশ কাজ শেষ করে এনেছি, আশা করছি সেপ্টেম্বরে এই কাজ শেষ হবে,” তিনি আরও বলেন। ‘দাবাং থ্রি’ ২০ ডিসেম্বর মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ