রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মধ্যে দিয়ে ‘বিরামপুর-ঢাকা’ মহাসড়ক। সড়কটি এতই সংকীর্ণ যে একটি গাড়ি চলাচল করলে পাশে দিয়ে অন্য একটি গাড়ি চলাচল করতে পারে না। এতে বিরামপুর মহাসড়ক যানজটের নগরীতে পরিনত হচ্ছে। প্রতিদিন এ রাস্তায় যানজট লেগেই আছে। বিরমাপুরের একমাত্র পাকা এই সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। জরাজীর্ণ রাস্তাটি চারলেন করার দাবি উত্তর জনপদের মানুষের। যানজটের দীর্ঘ লাইন চেখে পড়ারমতো। সংকীর্ণ এ পাকা রাস্তায় যে হারে যানবাহনের ভিড় চলছে এবং যেহারে পার্বতীপুরের কয়লা খনি ও চুনা পাথরের খনি থেকে ওভারলোড যানবাহন এ রাস্তা দিয়ে চলাচল করায় নষ্ট হচ্ছে সড়ক। ১০ চাকার ওভার লোডগাড়ি ভারে রাস্তাটি চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে। বর্তমানে এ রাস্তায় যান বাহনের গতি নেই। গতিহীন রাস্তায় সঠিক সময় কোন যানবাহন গন্তব্য স্থালে পৌছাতে পারে না বলে বাস, ট্রাক ড্রাইভার ও যাত্রীদের অভিযোগ।
বৃহত্তর দিনাজপুরবাসীর দাবি এ মহাসড়কটি চারলেন করার। বর্তমান সংকীর্ণ এ মহাসড়কটি প্রসস্তকরণের দাবি জানিয়েছেন স্থানীয় হাজার হাজার মানুষ। বিরামপুরে মহাসড়কটি দিয়ে প্রতিদিন বৃহত্তর দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় জেলার হাজার হাজার দূরপাল্লার যানবাহন এ রাস্তার চলাচল করে। কারণ সময় কম লাগে। রাজধানী ঢাকার দূরত্ব কমে এ রাস্তা দিয়ে চলাচল করে শত শত যানবাহন। ফলে যান চলাচলের ভীড় বেড়েই চলছে। বর্তমানে এ রাস্তায় বিটুমিন নেই। বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় খানাখন্দে ভরা এ সড়কটি। যাত্রীকুলের ভোগান্তি আর একটি নাম বিরামপুর-ঢাকা সহাসড়ক। দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত প্রায় ৯৫ কি.মি. ‘দিনাজপুর-ঢাকা মহাসড়কটিতে’ যান চলাচলে দুর্বিসহ যানযট লেগেই চলছে। যাত্রীদের নিদারুন ভোগান্তি মাইলের পর মাইল যানজট। বর্তমানে এক লেনের রাস্তাটি যানবাহনের চাপে নুয়ে পড়ছে। যাত্রীদের দাবি এ রাস্তাটি প্রসস্ত করা হোক।
সওজের তথ্য মতে জানা য়ায, চলতি বছর নিজস্ব অর্থায়নে বিরামপুর-ঢাকা মহাসড়ক মেরামত ও পুনঃনির্মাণের জন্য (৩৩ ফিট চওড়া) প্রায় ৯৫ কি.মি. পাকাকরণ, নতুন ১০০টি কালভাটের জন্য ৮৮০ কোটি টাকা বরাদ্ধ হয়। এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের বিভাগীয় প্রকৌশলী কামিনী কান্ত রায় জানান, তিন বছর মেয়াদী এ প্রকল্পের কাজ শেষ হলে দু’লেনে যানবাহন চলাচল করতে পারবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।