Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’গ্রুপে মিছিল সমাবেশ ধাওয়া-পাল্টাধাওয়া

মঠবাড়িয়ায় যুবলীগের নতুন কমিটি নিয়ে বিরোধ

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

মঠবাড়িয়ায় নবগঠিত যুবলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে যুবলীগের দু’গ্রুপ সংবাদ সম্মেলন, পাল্টাপাল্টি মিছিল করে একপক্ষ অপরপক্ষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। উপজেলার মিরুখালী বাজারে গত বৃহস্পতিবার সন্ধ্যায় যুবলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে মিরুখালী ও দাউদখালী ইউনিয়ন যুবলীগ। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের নতুন ঘোষিত কমিটির সভাপতি আবু হানিফ খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, যুবলীগ নেতা তৌহিদ সোহেল, দাউদখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, মিরুখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি লাভলু তালুকদার প্রমুখ।

অপরদিকে গত বৃহস্পতিবার বিকেলে মিরুখালী বাজারে নতুন কমিটি বাতিলের দাবিতে মিছিল করে পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ নওরোজ, সাবেক সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ প্রমুখ। মিরুখালী বাজারে যুবদলের দু’গ্রæপের পাল্টাপাল্টি মিছিল সমাবেশে ব্যবসায়িদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। সন্ধ্যার পর আনন্দ মিছিল ও পথসভা শেষে দুই মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময়ে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে বৃহস্পতিবার সকালে উপজেলা যুবলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক জুলহাস শাহিন বলেন, টাকার বিনিময়ে সম্মেলন ছাড়াই ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে যুবলীগ নেতৃবৃন্দ। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহম্মেদ নওরোজসহ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ