Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চালিভাঙ্গা ইউপি চেয়ারম্যান ও মেম্বার বরখাস্ত

কুমিল্লা উত্তর সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনয়নের চাঞ্চল্যকর ট্রলারচালক আমির হোসেন হত্যা মামলার চার্জশিট আদালতে গৃহীত হয়েছে। হত্যাকান্ডে জড়িত ও চার্জশিটে অভিযুক্ত হওয়ায় ওই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল লতিফ সরকার ও মেম্বার নূরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়। প্রতিপক্ষকে ফাঁসাতে ২০১৭ সালের ১৭ সেপ্টম্বর রাতে উক্ত চেয়ারম্যানের নেতৃত্বে একদল ঘাতক নিরীহ নিরপরাধ ট্রলারচালক আমির হোসেনকে নির্মমভাবে হত্যা করে। ওই রাতেই মেঘনা থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা রুজু করার চেষ্টা চালায়। কিন্তু থানা পুলিশ মামলা রুজু করেনি। ফলে পরের দিন চেয়ারম্যান আবদুল লতিফ সরকারসহ কয়েকজন কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে এসপি সাহেবকে মামলা রুজু করার জন্য অনুরোধ করেন। এ সময় কথার মধ্যে গড়মিল বুঝতে পেরে লতিফ সরকার ও তার সঙ্গীদের পুলিশ আটক করে ব্যাপক জিজ্ঞাসা করলে আমির হোসেন হত্যার সাথে তারা নিজেরা জড়িত স্বীকার করেন। আদালতেও ঘতকরা হত্যাকান্ডে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ