Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রহস্যজনক আগুনে বিধবার ঘর ছাই

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

নাটোরে রহস্যজনকভাবে আগুন লেগে চায়না ইকবাল নামে এক বিধবার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

গত বৃহস্পতিবার রাত প্রায় অড়াইটায় শহরের চকবৈদ্যনাথ এলাকায় ঘটনাটি এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে নগদ দুই লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার টিভি, ফ্রিজ কম্পপিউটার ও অন্যান্য মালামালসহ ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে চায়না বেওয়া দাবি করেছেন। পাঁচ মাস আগে বিধবার স্বামী গুড় ব্যবসায়ী ইকবাল হোসেন রাঙ্গামাটি জেলার সাজেক ভ্যালি তে ভ্রমণের গিয়ে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যায়। গুড়ের আড়ৎ এর যৎসামান্য ভাড়া দিয়ে তিনকন্যা নিয়ে কোনমতে জীবিকা নির্বাহ করে আসছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, চায়না ইকবাল বাসায় তালা ঝুলিয়ে ৫ দিন আগে বড় মেয়ের বাসায় বেড়াতে যায়।গত বৃহস্পতিবার হঠাৎ করে তাদের ঘরে আগুন লেগে যায়।
এসময় আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। এক পর্যায়ে এলাকার লোকজন এবং ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসার চারটি কক্ষের পুরো ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সবকিছু হারিয়ে বিধবা চায়না ইকবাল তিনকন্যাকে নিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ