Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দুরকানীতে দুর্বৃত্তের হাতে ডাকাত খুন

ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৯, ১২:০২ এএম

ইন্দুরকানীতে শীর্ষ সন্ত্রাসী জলিল দুর্বৃত্তের হাতে খুন হয়েছে। জানা যায়, বুধবার রাত দেড়টার দিকে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী মিল বাড়ি এলাকায় সতীশ চন্দ্র মন্ডলের বাড়িতে একদল দুর্বৃত্ত কালাইয়া গ্রামের মৃত মোহাম্মাদ আলী হাওলাদারের ছেলে আ. জলিল হাওলাদার ওরফে রগকাটা ডাকাত জলিল (৪৮) কে এলোপাথারীভাবে কুপিয়ে খুন করে। তার ঘাড়, মাথা, হাত ও পিঠে একাধিক কোপের চিহ্ন রয়েছে। পরে খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি ঘিরে রাখে।

পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আহমেদ মাইনুল হাসান ঘটনা স্থল পরিদর্শন করেন। নিহত জলিলের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় ডাকাতিসহ ৬টি মামলা ও একাধিক সাধারণ ডায়েরি এবং দেশের বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসী জলিলের কারণে প্রতিবেশী ইন্দুরকানী গ্রামের আ. রহমান ৩ মাস ধরে বাড়ি ছাড়া। এর আগে আ. মান্নান হাওলাদার নামে এক ব্যক্তির ১২ বছর পূর্বে রগ কেটে দেয়। সন্ত্রাসী জলিল খুন হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা খুবই খুশি।

এব্যাপারে পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আহমেদ মাইনুল হোসাইন জানান, ধারণা করা হচ্ছে রাতের আধারে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে খুন করেছে। এব্যাপরে তদন্ত চলছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ