প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড শীর্ষ পাঁচ
১ সুপার থার্টি
২ কবির সিং
৩ আর্টিকল ফিফটিন
৪ ঝুটা কাহিঁ কা
৫ ফ্যামিলি অফ ঠাকুরগঞ্জ
ঝুটা কাহিঁ কা
স্মিপ ক্যাং পরিচালিত কমেডি ফিল্ম।
পৈত্রিক সম্পত্তি আর খামার নিয়ে অনেক গর্ব যোগরাজ সিংয়ের (ঋষি কাপুর)। তার আশা মরিশাস ফেরত ছেলে বরুণ (ওমকার কাপুর) তাদের পরিবারের হাল ধরবে। কিন্তু বরুণের লক্ষ্য আলাদা। সে মরিশাসে তার কলেজ বন্ধু করণের কাছে ফিরে যায় এবং চাকরির সন্ধান করতে থাকে। কাজ পাবার আগে সে একজন প্রেমিকা পেয়ে যায়। অল্প দিনের মধ্যে প্রেমিকা রিয়াকে (নিমিশা মেহতা) বিয়ে করে ফেলে বরুণ। বরুণ এরপর থেকে রিয়ার পরিবারের সঙ্গে থাকা শুরু করে, আর জানায় তার কোনও পরিবারই নেই। অন্যদিকে করণ তার প্রেমিকা সোনমকে (রুচা বৈদ্য) বিয়ে করার জন্য অপেক্ষায় আছে। করণের ভাই টমি (জিমি শেরগিল) যুক্তরাষ্ট্র থেকে এলেই তার বিয়ে হবে। সমস্যা হলে টমি এখন জেলে আর সোনমকে সে বলেছে টমি এখন লন্ডনে আছে। দুই বন্ধুর মিথ্যার জাল আরও প্রসারিত হয় যখন যোগরাজ মরিশাস এসে ছেলের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয় আর রিয়াদের পাশের বাংলোতে ওঠে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।