টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী
বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে।
দেশের বাজারে বহুল প্রতিক্ষিত ফ্ল্যাগশীপ মডেল পি৯ উন্মোচণ করল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মার্টফোনটি উন্মোচণ করেছে হুয়াওয়ে। বিখ্যাত লাইকা ক্যামেরা যুক্ত করার মাধ্যমে মোবাইল ফটোগ্রাফির নতুন দ্বার উন্মোচণ করল হুয়াওয়ে। হুয়াওয়ে পি৯ বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে বিশ্বের জনপ্রিয় লাইকা ক্যামেরা এজি’র প্রযুক্তিগত সহায়তায় ডুয়েল লেন্স ক্যামেরা যুক্ত করা হয়েছে। হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অব ডিভাইস বিজনেস ইংমার ওয়্যাং বলেন, ‘আমাদের বিশ্বাস, স্মার্টফোন ফটোগ্রাফির ক্ষেত্রে পি৯ একটি যুগান্তকারী উদ্ভাবণ। মোবাইল ফটোগ্রাফিতে সম্ভাব্য সব সম্ভাবনাকে বাস্তবে রুপ দেয়ার প্রয়াসে হুয়াওয়ে এবং লাইকা দৃঢ়-প্রতিজ্ঞ। রবির হেড অব বিজনেস জন মিশেল আর্নাড শান্যুট বলেন,‘পি৯ হল ল্যাইকা ক্যামেরাসম্পন্ন প্রথম স্মার্টফোন যাকে ফটোগ্রাফির জগতে মার্সিডিজ বেঞ্জ হিসাবে বিবেচনা করা হয়। শুধুমাত্র ক্লিক করলেই হবে। এছাড়া একটি পি৯ থাকা আর একটি প্রিমিয়াম গাড়ি থাকা প্রায় একই ব্যাপার। ২.৫ডি গ্লাস, এরোস্পেস অ্যালুমিনিয়াম বডি এবং ডায়মন্ড কাট এজ রাউন্ডেড নকশা ব্যবহার করা হয়েছে এতে। ৬৪ গিগাবাইট রমের পি৯ পাওয়া যাবে হেজ গোল্ড ফিনিশ, ইন্ডাষ্ট্রিয়াল ষ্ট্যান্ডার্ড ডিজাইন, বার্শড হেয়ারলাইন্স এবং মেটাল পলিশিং কারিগরি। পারফরম্যান্স নিশ্চিত করতে পি৯-এ ব্যবহার করা হয়েছে নতুন ক্রিন ৯৫৫ মডেলের ২.৫ গিগাহার্টজের ৬৪ বিটের এআরএম প্রসেসর। আরো আছে ৫.২ ইঞ্চির ১০৮০ পিক্সেলের ডিসপ্লে, ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের হাই-ডেসসিটি ব্যাটারি এবং নতুন প্রযুক্তির বিল্ট-ইন ডুয়েল সিম ডুয়েল ষ্ট্যান্ডবাই কানেক্টিভিটি প্রযুক্তি। রবি গ্রাহকরা প্রতিমাসে নয় গিগাবাইট ইন্টারনেট ডেটা, ৯৯৯ মিনিট টক টাইম (যেকোন অপারেটরে ব্যবহারযোগ্য) প্যাকেজসহ হুয়াওয়ে পি৯ ক্রয় করতে পারবেন। এছাড়া প্রতিমাসে ১৯৯০ টাকার ইএমআই বা কিস্তিতে (২৪ মাস) পি৯ কেনার সুযোগ করে দিয়েছে হুয়াওয়ে। রোজ গোল্ড, প্রেষ্টিজ গোল্ড, টিটেনাম গ্রে এবং মিস্টিক সিলভার রঙের পি৯ বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। উন্নত বিক্রয়ত্তোর সেবাসহ হুয়াওয়ে পি৯’র মূল্য ৪৭,৯৯০ টাকা।
স আইটি ডেস্ক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।