Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে পৃথক ঘটনায় স্বামীর হাতে স্ত্রী খুন ও অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, স্বামী আটক

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ৫:৫৭ পিএম

ঢাকার কেরানীগঞ্জে পৃথক ঘটনায় পারিবারিক কলহের জের ধরে পাষন্ড স্বামীর হাতে স্ত্রী খুন ও অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুই সন্তানের জননী স্ত্রীর নাম রেহানা বেগম(২৮) । হত্যাকান্ডের ঘটনায় ঘাতক স্বামী মোঃ মিজান(৩০)কে পুলিশ আটক করেছে। আজ বৃহস্পতিবার(২৫জুলাই) সকাল ১১টায় দক্ষিন কেরানীগঞ্জের চরমীরেরবাগ এলাকা থেকে নিহত রেহানার লাশ ও বিকেল ৫টায় জাজিরা বিবির বাজার খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত অপর এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ দুইটি ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। উদ্ধারকৃত অজ্ঞাত নারীর আনুমানিক বয়স হবে প্রায় ৩০বছর।
দক্ষিন কেরানীগঞ্জ থানার এসআই মোঃ আক্কাস মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মিজান তার স্ত্রী রেহানা ও দুই শিশু কন্যাকে সাথে নিয়ে শুভাঢ্যা ইউনিয়নের চরমীরেরবাগ এলাকায় জৈনক ওয়াহিদুজ্জামান শিকদারের বাড়িতে ভাড়া থাকত। পারিবারিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে প্রায়ই মিজান তার স্ত্রীকে নির্যাতন করত। আজ ভোরে আবার মিজানের সাথে স্ত্রী রেহানার ঝগড়া বাঁধে । এসময় ঝগড়ার একপর্যায়ে মিজান তার স্ত্রীর গলাটিপেধরে শ্বাসরোধ করে তাকে নির্মমভাবে হত্যা করে। আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত রেহানার লাশটি উদ্ধার করি। পরে প্রতিবেশিদের সহযোগিতায় ঘাতক স্বামী মিজানকে আটক করি। মিজান পেশায় একজন দিনমুজুর। তার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার মানরাজ গ্রামে। অপরদিকে বিকেল ৫টায় কোন্ডা ইউনিয়নের জাজিরা বিবির বাজার খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারী লাশ উদ্ধার করেছে পুলিশ।
দক্ষিন কেরানীগঞ্জ থানার এসআই জাবেদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এসময় বিবির বাজার খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারীর লাশটি উদ্ধার করি। পরে ময়না তদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। উদ্ধার হওয়া লাশের পরনে ছিল লালরঙের কামিজ ও নীল রঙের সালোয়ার। লাশটি কয়েকদিনের পঁচাগলা হওয়ায় এই মুহুর্থে তার মৃত্যুর সঠিক কারন বলা যাচ্ছে না। তবে ধারনা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যা করে রাতের আধারে এই খালে লাশটি ফেলে যেতে পারে দুর্বৃত্তরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ