Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শাহ আমানতে রিজেন্ট এয়ারের বাসে মিললো সাড়ে ৭ কেজি স্বর্ণ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ৪:০২ পিএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান পরিবহন সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের একটি গাড়ি থেকে সাড়ে সাত কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক বিভাগ। বৃহস্পতিবার বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দার যৌথ অভিযানে এ বারগুলো পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সকালে দোহা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটে ওই স্বর্ণের চালানটি চট্টগ্রামে আসে। 

বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার শহীনুর কবীর পাভেল বলেন, ৬৪টি স্বর্ণের বার গাড়িতে কালো টেপমোড়ানো অবস্থায় ছিল। সাত কেজি ৪৮৮ গ্রাম ওজনের স্বর্ণের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৮৮ লাখ টাকা। 

শাহ আমানত বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই জামান বলেন, গাড়িগুলোতে করে বিমানবন্দরের টার্মিনাল থেকে উড়োজাহাজ পর্যন্ত যাত্রী পরিবহন করা হয়। সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত চট্টগ্রামে পাঁচটি ফ্লাইট নেমেছে। এরমধ্যে সকাল ৭টা ৩২ মিনিটে দোহা থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট আসে। 

 

kvn Avgvb‡Z wi‡R›U Gqv‡ii ev‡m wgj‡jv mv‡o 7 †KwR ¯^Y©

PÆMÖvg ey¨‡iv

PÆMÖvg kvn AvgvbZ AvšÍR©vwZK wegvbe›`‡i ‡emiKvwi wegvb cwienb ms¯’v wi‡R›U GqviI‡q‡Ri GKwU Mvwo ‡_‡K mv‡o mvZ ‡KwR ¯^Y© D×vi K‡i‡Q ïé wefvM| e„n¯úwZevi wegvbe›`i Kv÷gm I ïé ‡Mv‡q›`vi ‡hŠ_ Awfhv‡b G evi¸‡jv cvIqv hvq| aviYv Kiv n‡”Q, mKv‡j †`vnv †_‡K Avmv wi‡R›U GqviI‡q‡Ri d¬vB‡U IB ¯^‡Y©i PvjvbwU PÆMÖv‡g Av‡m|

wegvbe›`i Kv÷g‡mi DcKwgkbvi knxbyi Kexi cv‡fj e‡jb, 64wU ¯^‡Y©i evi Mvwo‡Z Kv‡jv ‡Uc‡gvov‡bv Ae¯’vq wQj| mvZ ‡KwR 488 MÖvg IR‡bi ¯^‡Y©i AvbygvwbK evRvig~j¨ `yB ‡KvwU 88 jvL UvKv|

kvn AvgvbZ wegvb e›`‡ii e¨e¯’vcK DBs KgvÛvi m‡ivqvi B Rvgvb e‡jb, Mvwo¸‡jv‡Z K‡i wegvbe›`‡ii Uvwg©bvj ‡_‡K D‡ovRvnvR ch©šÍ hvÎx cwienb Kiv nq| mKvj 6Uv ‡_‡K ‡ejv 11Uv ch©šÍ PÆMÖv‡g cvuPwU d¬vBU ‡b‡g‡Q| Gig‡a¨ mKvj 7Uv 32 wgwb‡U ‡`vnv ‡_‡K wi‡R›U GqviI‡q‡Ri GKwU d¬vBU Av‡m| 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ