Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে স্বামী হত্যার দায় স্ত্রী’র ফাঁসি

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটে তাবলীগ জামায়াত কর্মী ইব্রাহিম আবু খলিল হত্যা মামলার একমাত্র আসামি স্ত্রী ফাতেহা মাশরুকাকে মৃত্যু দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃদা এ রায় দেন। রায়ে একই সঙ্গে এক হাজার টাকা জরিমানাও করা হয়।
রাষ্ট্র পক্ষের আইনজীবী মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী এ তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১৮ মে দিবাগত রাতে নগরীর চারাদিঘীর পাড় সওদাগর টুলা এলাকার নিজ বাসায় ঘুমন্ত স্বামী ইব্রাহিম আবু খলিলকে (৫৫) জবাই করে হত্যা করা হয়।
পরে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তার স্ত্রী ফাতেহা মাশরুকা।
বিচার-প্রক্রিয়া শেষ করে এক বছর ১৯ দিনের মাথায় আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হলো।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর সহযোগী আইনজীবী ছিলেন- অ্যাডভোকেট ইসতিয়াক আহমদ চৌধুরী ও কবির আহমদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ