Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যার্তরা ত্রাণ পাচ্ছেন না

জামালপুরে জিএম কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৯, ১২:০২ এএম

বন্যার্ত মানুষের কাছে যথাযথভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বন্যা দুর্গতরা ত্রাণ পাচ্ছেন না। প্রকৃত দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করুন। ত্রাণ নিয়ে কেউ অনৈতিক কাজ করলে তা মেনে নেয়া হবে না। ত্রাণ বিতরণে অনিয়ম হলে তা সংসদে আমরা তুলে ধরব। গতকাল জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল হাইস্কুল মাঠে প্রায় ৫ হাজার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, জাতীয় পার্টি দুর্গত মানুষের পাশে ছিলো সব সময়। দল সারা জীবনই আর্তমানুষের পাশে থাকবে। দেশের মানুষের দুঃখ-দুর্দশায় আমরা তাদের পাশে থাকব তাদের অধিকার আদায়ের আন্দোলনে। এরশাদ সব সময় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। আমরা তার আদর্শে অনুপ্রাণীত হয়ে দুর্গত মানুষের পাশে আছি সহায়তার হাত বাড়াতে। জাতীয় পার্টি ইসলামপুর উপজেলা কমিটির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা কারেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ