Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতনের ১০ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবি শিক্ষক সমিতির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ১২:১৯ এএম

অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য বেতনের জন্য ১০ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিএটি)। একই সাথে আগামী ঈদুল আজহার আগেই সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদান, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছে সংগঠনটি এই দাবিতে গতকাল বুধবার বেলা ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কাওছার আলী শেখের সঞ্চালনায় প্রতীকী অনশনে উপস্থিত ছিলেনÑ সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, সহ-সভাপতি আলী আসগর হাওলাদার, বেগম নুরুন্নাহার, যুগ্ম সম্পাদক আবু জামিল মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, অর্থ সম্পাদক মোস্তফা জামান খান, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ শিক্ষক নেতৃবৃন্দ।

অনশনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষক-কর্মচারীদের নিয়মতান্ত্রিক আন্দোলনের কারণে যখন বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব নিয়ে অগ্রসর হচ্ছিলেন। ঠিক সে মুহূর্তে শিক্ষক সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে আলোচনা ছাড়াই হঠাৎ গজিয়ে ওঠা শিক্ষক স্বার্থবিরোধী তথাকথিত সুবিধাভোগী কতিপয় শিক্ষক নেতার প্ররোচনায় ও যোগসাজশে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের জন্য বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০ শতাংশ কর্তনের জন্য পৃথক দু’টি অযৌক্তিক ও অমানবিক গেজেট প্রকাশ করা হয় এবং ইতোমধ্যে তা কর্তন করা হচ্ছে। ফলে সারাদেশের শিক্ষক-কর্মচারীগণ অত্যন্ত মর্মাহত ও বিক্ষুব্ধ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ