বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- জ্যোতি (৮) ও জুঁই (৫)।
নিহত জ্যোতি ও জুঁই উপজেলার শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের গাতিরপাড়া গ্রামের মানিক শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে মানিকের দুই শিশুসন্তান জ্যোতি ও জুঁই গাতিরপাড়া পুকুরের পাশে খেলাধুলা করছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে ওই দুই শিশু পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের লাশ দুটি পানিতে ভেসে ওঠে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পোতাজিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী বেপারী পানিতে ডুবে শিশু দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।