Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

পাবনায় ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনোত্তর সংঘর্ষ চলছেই : গুলিবিদ্ধসহ শতাধিক আহত

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় ৬ষ্ঠ ধাপে ইউপি নির্বাচনোত্তর সহিংসতা গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে। শনিবার থেকে সোমবার বিভিন্ন স্থানে সংঘর্ষ -সংঘাতে অনন্ত: শতাধিক জন আহত হয়েছেন। আজ সোমবার পাবনার হিমায়েরতপুর ইউনিয়নের চরঘোষপুরে ২ পরাজিত মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২জন গুলিবিদ্ধসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। এই নিয়ে ইউপি নির্বাচনোত্তর বিভিন্ন গ্রামে সংঘর্ষে আহতের সংখ্যা কমপক্ষে একশত ছাড়িয়ে গেছে। সোমবার হিমায়েরতপুর ইউনিয়নের চরঘোষপুরে পরাজিত মেম্বার প্রার্থী আফজাল হোসেন ও বকুল সরদারের সমর্থকদের মধ্যে সংঘটিত সংঘর্ষে আহতদের মধ্যে ১৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । পরে গুলিবিদ্ধ সিরাজুল ইসলাম ও মতিউর রহমানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর রা হয়েছে।এদিকে, শনিবার ও রবিবার রাতে দোগাছি ইউনিয়নে বিজয়ী ও পরাজিত প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্র মতে, দেশীয় অস্ত্রেও আঘাতে অন্তত: ২৫ জন আহত হন। জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৬ষ্ঠ ধাপের নির্বাচনোত্তর সংঘর্ষে অনন্ত: শতাধিক জন আহত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ