বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নিখোঁজের ৯ দিন পর মাকছুদুর রহমান (২২) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে লরেন্স বাজারের পাশে চর জাঙ্গালীয়া এলাকার সানা উল্যার বাড়ির টয়লেটের ট্যাংকি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মাকছুদ চর লরেন্স ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনায়েত উল্যার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আলী আকবর জানান, ২৮ মে শনিবার রাতে মাকছুদ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় স্বজনরা সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুর রহমান ভূঁইয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই যুবককে হত্যার পর গুম করার জন্য লাশ টয়লেটের ট্যাংকিতে ফেলে দেয়া হয়। পুলিশ অনুসন্ধান চালিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।