Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে অচলাবস্থার পর পণ্য পরিবহন শুরু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

 নৌ ধর্মঘটে গতকাল বুধবার দিনভর কর্ণফুলীর ১৬টি ঘাটে ছিল অচলাবস্থ। তবে সন্ধ্যায় ধর্মঘট স্থগিত হওয়ায় পণ্য পরিবহন শুরু হয়। সরকার ও মালিকের কাছে দেয়া ১১ দফা দাবি এক বছর তিন মাসেও পূরণ না হওয়ায় চট্টগ্রামে নৌযান শ্রমিকরা মঙ্গলবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করে। এর ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস বন্ধ থাকে। বিভিন্ন রকমের পণ্যবাহী জাহাজ, তেলবাহী ট্যাঙ্কারসহ মোট ৮৩টি মাদার ভেসেলকে বহির্নোঙরে খালাসের অপেক্ষায় থাকতে হয়। তবে বন্দরের বিভিন্ন জেটিতে থাকা ১৯টি জাহাজ থেকে পণ্য খালাস স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন বন্দরের সচিব ওমর ফারুক। সাগরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে লাইটার জাহাজে করে নিয়ে যাওয়ার হয় দেশের বিভিন্ন গন্তব্যে। বন্দরের বহির্নোঙরে থাকা মাদার ভেসেল, কর্ণফুলী নদীর ১৬টি ঘাট এবং বিভিন্ন জেটি থেকে লাইটার জাহাজে করে পণ্য পরিবহন করা হয়। ধর্মঘটের কারণে ৪০০ লাইটার জাহাজ বহির্নোঙরে অলস বসে থাকে। চট্টগ্রামে দেড় হাজার লাইটারে প্রায় ৩০ হাজার শ্রমিক কাজ করেন। আর সারাদেশে প্রায় ছয় হাজার লাইটারে শ্রমিকের সংখ্যা দেড় লাখের বেশি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ