Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হরিণাকুন্ডুতে সাবেক ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দারিয়াপুর গ্রামে সোমবার দুপুরে প্রকাশ্যে আলফাজ উদ্দীন (৫৫) নামে এক সাবেক মেম্বরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। নিহত আলফাজ উদ্দীন হরিণাকুন্ডু উপজেলার দারিয়াপুর গ্রামের মৃত শাহাজ উদ্দীনের ছেলে। হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দীন জানান, সোমবার বেলা দুইটার দিকে জমিজমা নিয়ে ভাগিনাদের সাথে আলফাজ উদ্দীনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় আলফাজের উপর। তিনি আরো জানান, এ সময় বাধা দিতে গেলে সোলাইমান, ড্যানি ও শফিউদ্দীন নামে আরো তিনজনকে কুপিয়ে জখম করা হয়। আলফাজের ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ লাগায় তিনি গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক ডা: রেজিনা খাতুন মৃত বলে ঘোষণা করেন। ডা: রেজিনা খাতুন জানান, প্রচুর রক্তক্ষরণের কারণে অনেক আগেই আলফাজের মৃত্যু ঘটেছে। আহত অন্যান্যদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে লাশ নিয়ে স্বজনদের আহাজারি করতে দেখা গেছে। হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দীন আরো জানান, বিস্তারিত জানতে আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। আলফাজের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হরিণাকুন্ডু থানায় এখনো কোন মামলা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ