প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার ‘ঝুটা কাহিঁ কা’, ‘ফ্যামিলি অফ ঠাকুরগঞ্জ’এবং ‘পেনাল্টি’ ফিল্ম তিনটি মুক্তি পেয়েছে। হিন্দি সংস্করণসহ ‘দ্য লায়ন কিং’ দুই হাজারের বেশি পর্দা পাওয়াতে এই ফিল্মগুলোর ভাগ্যে জুটেছে অল্প পর্দা। এছাড়া স্বল্প প্রচারের কারণে ফিল্মগুলো বেশি আয় করতে পারেনি। কমেডি ফিল্ম ‘ঝুটা কাহিঁ কা’ পরিচালনা করেছেন স্মিপ ক্যাং; এতে অভিনয় করেছেন নাতাসা স্ট্যানকোভিচ, ঋষি কাপুর, জিমি শেরগিল, সানি সিং নিজ্জার, লিলেট দুবে, মনোজ জোশি, রাজেশ শর্মা, নিমিশ মেহতা এবং ওমকার কাপুর। শুক্রবারের আয় ৮০ লক্ষ রুপি। সপ্তাহান্তের আয় ২.৩ কোটি রুপি। গড় প্রশংসা পাওয়া ফিল্মটি বেশ উপভোগ্য। অ্যাকশন থ্রিলার ফিল্ম ‘ফ্যামিলি অফ ঠাকুরগঞ্জ’পরিচালনা করেছেন মনোজ কে. ঝা; ফিল্মটিতে অভিনয় করেছেন জিমি শেরগিল, মাহি গিল, নন্দিশ সিং, সৌরভ শুক্লা, সুপ্রিয়া পিলগাঁওকর, পবন মালহোত্রা, মনোজ পাহভা, যশপাল শর্মা এবং সুধীর পাÐে। শুক্রবারের আয় ৭০ লক্ষ রুপি। সপ্তাহান্তের আয় ২.২ কোটি রুপি। শুভম সিংয়ের পরিচালনায় স্পোর্টস ড্রামা ‘পেনাল্টি’ সপ্তাহান্ত পর্যন্ত ১ কোটি রুপির কম আয় করেছে। ‘সুপার থার্টি’ ১১ দিনে আয় করেছে ১০০.৫৮ কোটি রুপি। ৩১ দিনে ‘কবির সিং’ ২৭১.২৪ কোটি রুপি আয় করে বলিউডের এই বছরের সবচেয়ে ব্যবসাসফল ফিল্মের মর্যাদা পেয়েছে। ২৪ দিনে ‘আর্টিকল ফিফটিন’-এর আয় ৬৩.৩৫ কোটি রুপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।