Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ মুক্তি পাচ্ছে কাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

আগামীকাল ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ফিল্মটি মুক্তি পাচ্ছে; একই দিন মুক্তি পাবে ‘পাগল’ এবং ‘অর্জুন পাটিয়ালা’। ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ মুক্তি পাচ্ছে বালাজি পিকচার্স এবং কার্মা মিডিয়ার ব্যানারে। অ্যাকশন থ্রিলারটি প্রযোজনা করেছেন একতা কাপুর, শৈলেস আর সিং এবং শোভা কাপুর। প্রকাশ কোবেলামুদির পরিচালনায় অভিনয় করেছেন কঙ্গনা রানৌত, রাজকুমার রাও, আমায়রা দাস্তুর, সতীশ কৌশিক এবং বৃজেন্দ্র কালা। তনিষ্ক বাগচী সঙ্গীত পরিচালনা করেছেন। চলচ্চিত্রটির নাম ছিল ‘মেন্টাল হ্যায় কেয়া’; ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির আপত্তিতে এর নাম বদল করা হয়েছে। ম্যাডক ফিল্মস এবং বেক মাই কেক ফিল্ম প্রডাকশনের ব্যনারে ‘অর্জুন পাটিয়ালা’ মুক্তি পাচ্ছে। অ্যাকশন কমেডিটি প্রযোজনা করেছেন দিনেশ বিজন, ভূষণ কুমার, সন্দ্বীপ লিজেল এবং কৃষণ কুমার। রোহিত যুগরাজের পরিচালনায় অভিনয় করেছেন দিলজিত দোসাঞ্জ, কৃতি সানোন, বরুণ শর্মা, রোনিত রায়, সীমা পাহবা, মোহাম্মাদ জিশান আইয়ুব, অমিত মেহরা, মনজোত সিং বিকাস ভার্মা এবং একটি বিশেষ দৃশ্যে সানি লিওনি। সাচিন সাংবি এবং জিগার সারাইয়া সঙ্গীত পরিচালনা করেছেন। ‘পাগল’ মুক্তি পাচ্ছে অমরিশ পুরি ফিল্মস এবং পেন ইন্ডিয়া লিমিটেডের ব্যানারে। জয়ন্তিলাল গাড়া ফিল্মটি প্রযোজনা করেছেন। চেরাগ রুপারেলের পরিচালনায় অভিনয় করেছেন বর্ধন পুরি, শিবাকিলা ওরেরয়, এবং অন্যরা। সঙ্গীত পরিচালনা হিতেশ মোদক।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ