বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভার থেকে স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় একটি হোটেলে ও সাভারে একজন ইউপি সদস্যের বিজয় মিছিলে হাত বোমা হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আজ সোমবার সকাল ৬টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ আমার স্কুলের সামনে সুমাইয়া হোটেল ও সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিজয় মিছিলে এ বোমা হামলার ঘটনা ঘটে।
সুমাইয়া হোটেলের মালিক ইব্রাহিম জানায়, সকাল ছয়টার দিকে হোটেলে রুটি বানাচ্ছিলেন হোটেল কর্মচারী ছমির (১৫), বিলল (১৬), সৈকতসহ (১৪) চারজন। এসময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত ওই হোটেলে একটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। হাত বোমার আঘাতে চার যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা খবর পেয়ে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অন্যদিকে, সকালে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় স্থানীয় ৮ নং ইউপি সদস্য ফিরোজ কাজলের বিজয় মিছিলে মোস্তাফিজার রহমান মাহিম নামের (১৪) এক স্কুলছাত্র হাত বোমার আঘাতে গুরুতর আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, হাতবোমা বিস্ফোরণে কয়েকজন যুবক আহত হওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।