বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর মগবাজারে একটি দোকানে বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধ হয়েছেন। তারা হলেন, এস এ টেলিভিশনের সহকারি বার্তা সম্পাদক মোস্তফা মনোয়ার সুজন (৪৪) ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের স্পেশাল করেসপন্ডেন্ট ফজলুল হক শাওন (৫৪)। গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত শাওন জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তারা দুজন মগবাজার চৌরাস্তায় তাদের এক বন্ধুর দোকান দেখতে যান। দোকানের সাটার খুলে বৈদ্যুতিক সুইচ অন করলে বিস্ফোরণ ঘটে। পরে ঘরোয়া হোটেলের এক কর্মচারী তাদেরকে উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে যান। বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মেহেরুন্নেসা লিজা জানান, দইজনেরই মুখমÐলসহ দুই হাত দগ্ধ হয়েছে। এর মধ্যে শাওনের শ্বাসনালীসহ ২৪ শতাংশ ও সুজনের ১১ শতাংশ পুড়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।