বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পরিচয়ে একদল দূর্বৃত্ত আওলাদ হোসেন (৪২) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃত আওলাদ আলী উপজেলার চরপাড়া এলাকার কেরামত আলীর ছেলে।
অপহৃতের ভগ্নিপতি তানভীর আলম হিমেল জানান, আওলাদ হোসেন দীর্ঘদিন ধরে চাঁদরের ব্যবসা করে আসছেন। এছাড়া আগামীকাল অনুষ্ঠিতব্য রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ প্রতীকের প্রার্থী আবুল বাশার বাদশার সমর্থক। সোমবার রাত পোনে নয়টায় আওলাদ হোসেন কাঞ্চন বাজার থেকে রিক্সাযোগে নিজ বাড়ি যাচ্ছিলেন। এসময় কাঞ্চন বাজার এলাকার রাস্তায় পৌছালে একদল দূর্বৃত্ত একটি মাইক্রো দিয়ে রিক্সাটির গতিরোধ করেন। পরে ৩ জন সাদা পোশাক পরিহিত লোক ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মী করে অপহরণ করে নিয়ে যায়। তারপর থেকেই আওলাদ হোসেনের মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে। তাকে বিভিন্ন স্থানে খোজাখুজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরণের অভিযোগ পেয়েছি। অপহৃতকে উদ্ধার করে অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।