বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : যশোরের বাঘারপাড়ার চড়াভিটা বাজারে আব্দুল বারী ফিলিং স্টেশনের ম্যানেজারসহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন, ফিলিং স্টেশনের ম্যানেজার বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের ওবাইদুল ইসলাম (৩০) ও কর্মচারী রঘুনাথপুর গ্রামের সদর উদ্দিন খানের ছেলে লিখন আহমেদ (২৪)।
গতরাতে যশোর-নড়াইল সড়কের চড়াভিটা তেলের পাম্পের কাছে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আজ সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর ওই ফিলিং স্টেশনের এক কর্মচারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
বাঘারপাড়া উপজেলা ভাইস-চেয়ারম্যান মাস্টার নাসির হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন
বাঘারপাড়া থানার ওসি ছয়রুদ্দিন আহমেদ জানান, রাতে যশোর-নড়াইল সড়কের চড়াভিটা বাজারে আব্দুল বারী ফিলিং স্টেশনে ম্যানেজারসহ কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন।
সকালে এলাকার মানুষেরা ফিলিং স্টেশনে তেল নিতে এসে তাদের না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে রক্তাক্ত দুটি লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়া হলে তাদের লাশ উদ্ধার করা হয়।
ফিলিং স্টেশনটি রাতে বন্ধ থাকে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।