বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁর ধামইরহাটে পারিবারিক কলহের কারণে মাদকাসক্ত স্বামীর হাতে খুন হয়েছে স্ত্রী। এ ঘটনায় ঘাতক স্বামী পালিয়ে গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার রামরামপুর তেলিপাড়া গ্রামের নুর মোহাম্মদ প্রায় ৫ বছর পূর্বে রাজশাহী কাঁটাখালী এলাকার বাখরাবাজ ইমামপাড়া গ্রামের মৃত নুরুল হুদার মেয়ে সাবিনা ইয়াসমিন (৩৪) কে দ্বিতীয় বিয়ে করে। গত সোমবার রাত নুর মোহম্মদ বাড়ীতে এসে স্ত্রীকে দেখতে না পেয়ে সাবিনাকে ডাকতে শুরু করে এসময় সাবিনা পাশে ননদ মলিদা বেগমের বাড়ীতে ছিল। চিৎকার শুনে সে বাড়ীতে এলে তুচ্ছ ঘটনায় দুইজনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে নুর মোহম্মদ ধারালো বটি দিয়ে সাবিনার পিঠের ডানপাশে সজোরে কোপ মারে। এতে সাবিনা গুরুতর আহত হয় ও প্রচুর রক্তক্ষরণ হয়। প্রতিবেশীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার প্রস্তুতির সময় সে মারা যায়। স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল।
এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। গতকাল সকালে নিহতের ছোট ভাই বুলবুল হোসেন বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামী নুর মোহম্মদকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।