বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলা জেলা সংবাদদাতা : ভোলার চরফ্যাশনের টাউন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন উত্তর মাদ্রাজ এলাকায় বিদ্যুতের খুঁটি বহনকারী ঠেলাগাড়ি দুর্ঘটনায় বিদ্যুতের খুঁটি চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে।
নিহতের নাম আলম (৩৫)। সে পৌরসভা ২নং ওয়ার্ডের মৃত কাঞ্চন মিয়ার ছেলে। তিনি ৩ সন্তানের জনক।
রোববার দিবাগত রাত ১১টায় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চরফ্যাশন থানা ও এলাকা সূত্রে জানা গেছে, রোববার বিকেলে চরফ্যাশন-বেতুয়া সড়কের টাউন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন উত্তর মাদ্রাজ এলাকায় বিদ্যুতের খুঁটি চাপা পড়ে শ্রমিক আলম(৩৫) গুরুতর আহত হয়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আহত আলমকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ১১টায় কাইমুদ্দিন মোড় সংলগ্ন জামে মসজিদের সামনে জানাজা নামাজ শেষে আলমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) ম.এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে মামলা না করায় আলমের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হলে রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।