Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ থেকে রোজা শুরু

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : দেশে পবিত্র রমজান মাসের চাঁদ এখনও দেখা যায়নি। আজ সোমবার চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। তবে, চাঁদপুর জেলার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ সোমবার থেকেই রোজা রাখা শুরু করছেন।
রোববার দিবাগত রাতে তারাবি নামাজ আদায় ও সেহরি খাওয়ার মধ্য দিয়ে মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করলেন এসব গ্রামের হাজার হাজার লোক।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের পীর সাহেব বাড়ির সাদ্রা সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু বকর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আগাম রোজার বিষয়ে সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর সাহেব মাওলানা আবু জোফার আব্দুল হাই জানান, সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর মাওলানা ইসহাক আরব দেশ সমূহের সঙ্গে মিল রেখে রোজা রাখাসহ মুসলমানদের বৃহৎ দুই উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালনের নিয়ম চালু করেন।
যে সব গ্রামে আজ থেকে রোজা শুরু : হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, জাক্নি, প্রতাপ পুর, বাসারা। ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, ওটতলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়া উপজেলার বেশ কয়েকটি গ্রামের কিছু অংশ। ১৯২৮ সালে সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাক (রা.) এই প্রথার প্রথম প্রচলন শুরু করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ