বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের পাহাড়ি এলাকায় বখাটে কর্তৃক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলায় এক জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৪জনকে আসামি করা হয়েছে। যে ঘরে স্কুলছাত্রীটি ধর্ষণের শিকার হয়েছেন ওই ঘরের মালিক বিধবা আলেয়া বেগম বাদী হয়ে শনিবার রাতে চকরিয়া থানায় এ মামলাটি দায়ের করেন। এদিকে গত রোববার কক্সবাজার সদর হাসপাতালে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছে পুলিশ।
চকরিয়া থানা পুলিশ সূত্র জানায়, গত ১৭ জুলাই রাতে মো.আসিফ নামের এক বখাটেই স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে। এসময় আসিফের সহযোগি অন্য চারজন বখাটে পাহারা দিয়ে তাকে সহযোগিতা করে। এজন্য ধর্ষক আসিফকে প্রধান আসামি করে আরও চারজনকে অজ্ঞাত আসামি দেখিয়ে শনিবার রাতে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়। যে ঘরে স্কুলছাত্রীটি ধর্ষণের শিকার হয়েছেন ওই ঘরের মালিক বিধবা নারী মামলার বাদী হয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, হারবাংয়ে স্কুলছাত্রটি ধর্ষণের ঘটনায় একজনের নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।