বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের দুঃখ খ্যাত চাক্তাই খাল-উপখালসমূহ পরিকল্পিত খনন ও নগরীর পানিবদ্ধতা নিরসনের দাবিতে প্রেসক্লাব চত্বর থেকে গতকাল (সোমবার) গণমিছিল বের করেছে মহানগর ইসলামিক ফ্রন্ট। গণমিছিল পূর্ব সমাবেশে ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দ বলেন, নগরীতে প্রায় ৩৮টি খাল-উপখাল বেদখল হয়ে আছে। এগুলো পরিকল্পিত খনন না হওয়ায় পানি নিষ্কাশনে ব্যত্যয় ঘটছে। ফলে সামান্য বৃষ্টিতে নগরী তলিয়ে যাচ্ছে। তারা চট্টগ্রাম মহানগরীর পানিবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত¡াবধানে গৃহীত প্রকল্পসমূহ দ্রæত বাস্তবায়নের দাবি জানান।
ইসলামিক ফ্রন্ট মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে গণমিছিলে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান। বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা হাফেজ আহমদ, অধ্যক্ষ মাওলানা ছৈয়দ জসীম উদ্দীন তৈয়বী, কে এম নুরুল ইসলাম হুলাইনী, মহানগর সাধারণ সম্পাদক এম মহিউল আলম চৌধুরী, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম নেজামী, এ এম মঈনউদ্দিন চৌধুরী হালিম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।