প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্লোবাল টিভিতে যোগ দিয়েছেন প্রখ্যাত টেলিভিশন ব্যক্তিত্ব নওয়াজীশ আলী খান। চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। দীর্ঘদিন এটিএন বাংলা সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। এ দায়িত্ব ছেড়ে তিনি নতুন এ চ্যানেলে যোগ দিয়েছেন। শিগগিরই বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর আওতায় চ্যানেলটি স¤প্রচারে আসছে। নওয়াজীশ আলী খান বলেন, টেলিভিশন জগতে নতুন মাত্রা যোগ করবে গ্লোবাল টিভি। টেলিভিশন বর্তমান বিশ্বে অত্যন্ত জনপ্রিয় গণমাধ্যম। আশা করি, তথ্যগত ও তত্ত¡গত আধুনিক প্রযুক্তি-নির্ভর সম্প্রচার এবং নতুন ধারার অনুষ্ঠান ও সংবাদ নিয়ে দর্শকদের কাছে জায়গা করে নেবে গ্লোবাল টিভি। তিনি সবার সহযোগিতা চেয়েছেন। উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৫ দশকের বেশি সময় ধরে টেলিভিশনের সঙ্গে জড়িয়ে আছেন নওয়াজীশ আলী খান। ১৯৬৭ সালে করাচিতে পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের শুরু। মুক্তিযুদ্ধের পরপরই ১৯৭২ সালে বাংলাদেশ টেলিভিশনে যোগদান করেন। বাংলাদেশ টেলিভিশনে ২৮ বছর চাকরি করে জেনারেল ম্যানেজার হিসেবে অবসরে যান। এরপর যোগ দেন একুশে টেলিভিশনে হেড অব প্রোগ্রাম হিসেবে। ২০০২ সালে একুশে টিভি বন্ধ হয়ে গেলে এটিএন বাংলায় প্রোগ্রামের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।