রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গতকাল সোমবার দুপুরে ছোট ফেনী নদীতে আবুল হোসেন (৮০) নামে এক বৃদ্ধের লাশ ভেসে উঠেছে।
জানা যায়, গত রোববার সকালে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের, চরগোপাল গাঁও গ্রামের কৃষক আবুল হোসেন প্রতিদিনেরমত নদীতে সাঁতার কেটে পশ্চিমপাড়ে তার ফসলি জমি চাষ বা দেখাশুনা করতে যান। গত রবিবার সকালে নদীতে সাঁতার কেটে পূর্বপাড় থেকে পশ্চিম পাড়ে যাওয়ার সময় প্রবল স্রোতে নদীতে ডুবে যায়। তার পরিবারের লোকজন ও এলাকাবাসী সারাদিন, খোজা-খুঁজির পরও না পেয়ে রাতে চট্টগ্রাম থেকে দু’জন ডুবুরি এনে চেষ্টা করেও বৃদ্ধকে উদ্ধার করতে পারেনি। অবশেষে পরদিন গতকাল সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে একটু দূরে বৃদ্ধের লাশটি ভেসে উঠে। তারপর লাশ উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।