Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালকিনি পৌরসভায় ৯ দিন কার্যক্রম বন্ধ : সেবাপ্রার্থীদের দুর্ভোগ

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

সরকারি কোষাগার থেকে বেতন ভাতা প্রদান ও পেনশন প্রথা চালুসহ ৯দফা দাবি আদায়ের লক্ষে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোশিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৯ দিন ধরে সকল প্রকার কার্যক্রম বন্ধ রেখেছে কালকিনি পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সেবা প্রার্থিরা। আর দুর্ভোগ থেকে বাঁচতে দ্রুত কার্যক্রমে ফিরে আসার দাবি জানিয়েছে পৌরবাসী।

পৌর কর্তৃপক্ষ ও সেবা বঞ্চিত ভূক্তভোগীরা জানায়, গত ১৪ জুলাই থেকে কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসেবে কালকিনি পৌরসভার সকল প্রকার সেবা প্রদান থেকে বিরত রয়েছে পৌর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। এতে করে শহরে ময়লা আবর্জনার স্তুপ জমা হয়ে চারিদিকে দূর্গন্ধ ছড়িয়ে পরছে এবং পৌরবাসীর স্বাস্থ্যহানীর উপক্রম হয়েছে। একই সাথে পানি সরবরাহ জন্ম মৃত্যু নিবন্ধনসহ সকল প্রকার সেবা বন্ধ থাকায় জন দুর্ভোগ চরম আকার ধারন করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ