Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁয়ে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ

সোনানগাও (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩ দিন ধরে মার্জিয়া হোসেন নামের (১৩) ৮শ্রেণীর এক স্কুল ছাত্রী নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকালে সে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মার্জিয়ার বাবা বাবুল হোসেন সাধারন ডায়েরিতে উল্লেখ করেন, মোগরাপাড়া সরকারী এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তনের ৮ম শ্রেণীর ছাত্রী মার্জিয়া গত শনিবার সকাল ৭ টায় প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। দুপুরে বিদ্যালয় ছুটি হওয়ার পর বাড়ি ফিরে না আসায় তার বিদ্যালয় ও স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে তার সন্ধান না পেয়ে। শনিবার রাতে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ