Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাবিপ্রবি থেকে ৪ ময়ুর পাখির বাচ্চা চুরি

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) খামার থেকে ৪ টি ময়ুর পাখির বাচ্চা চুরি হয়েছে। জাতীয় চিড়িয়াখানা থেকে গবেষণা কাজের জন্য ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের খামারে ৩টি ময়ুর পাখি প্রদান করা হয়। গত তিন মাস আগে ঐ ৩ টি ময়ুর পাখির মধ্যে একটি ময়ুর পাখি ৪ টি বাচ্চা দেয়। গত রোববার দিবাগত রাতে কোন এক সময় ক্যাম্পাসের ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের অডিটরিয়াম-২ এর পাশে গড়ে তোলা বিভিন্ন প্রজাতির পশু-পাখির খামার খামার থেকে বাচ্চাগুলো চুরি হয়ে যায়। ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের খামারের কর্মচারি জয় হোসেন জানায়, প্রতিদিনেরমত ময়ুর পাখির বাচ্চাগুলোকে একটি কক্ষে রেখে তালা দিয়ে বাড়িতে চলে যান। গতকাল সোমবার সকালে তিনি খামারে এসে ময়ুর পাখির বাচ্চাগুলো যে ঘরে রাখা হয়েছিল সে ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এ সময় দরজা খুলে দেখেন ময়ুরের বাচ্চাগুলো নেই। তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে প্রধান গবেষক ও জেনেটিক্স অ্যান্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল গাফফার মিয়াকে জানান।

ময়ুরের বাচ্চা চুরির বিষয়ে প্রধান গবেষক ও জেনেটিক্স অ্যান্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল গাফফার মিয়া জানান, বাচ্চাগুলোর ওজন ১ থেকে দেড় কেজি করে হয়েছিল। কে বা কারা রাতে তালা ভেঙে চুরি করে নিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, ক্যাম্পাসের ভেতরে খামার থেকে চুরির বিষয়টি আমাকে হতবাক করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ