রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পদ্মা নদীর রাজবাড়ির দৌলতদিয়ায় জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি বাগার মাছ। গতকাল সোমবার সকালে জেলের জালে এই মাছটি ধরা পড়ার পর মাছটিকে এক নজর দেখার জন্য ভিড় জমায় উৎসুক জনতা।
দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সাইদুল ইসলাম জানান, গতকাল সোমবার সকালে পদ্মার মাঝামাঝি জাল ফেলে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার জাফরগঞ্জ এলাকার জেলে সোনা হলদার। এ সময় তার জালে বিশাল আকৃতির এই বাগার মাছটি ধরা পড়ে। পরে ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ৩৬ কেজি ১’শ গ্রাম।
মানিকগঞ্জ জেলার শিবালয় থানার জাফরগঞ্জ এলাকার জেলে সোনা হলদার জানান, পদ্মায় আমি এর আগে কোন দিন এত বড় মাছ ধরতে পারিনি। মাছটি পেয়ে আমি খুবই আনন্দিত। মাছটিকে ৯০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।