Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও ১১ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ১২:০৩ এএম

চট্টগ্রামে নতুনভাবে আরও ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গতকাল রোববার এসব রোগী শনাক্ত হওয়ার কথা জানান সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী। তিনি বলেন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৪ জন, বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে ৪ জন ও মেডিকেল সেন্টার, সিএসসিআর এবং রয়েল হাসপাতালের ১ জন করে মোট ১১ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামে ১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া জুনে ও ফেব্রুয়ারি মাসে আরও ২ জন রোগী শনাক্ত হয়। ডেঙ্গু মোকাবেলায় ইতোমধ্যে সিটি কর্পোরেশন ক্রাশ প্রোগ্রাম নিয়েছে। অন্যদিকে সিভিল সার্জন কার্যালয় ১৫টি উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ