Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহাবুদ্দীন নাগরির বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

এক কোটি ৬৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অবসরপ্রাপ্ত কাস্টমস কমিশনার এ.এইচ.এম. শাহাবুদ্দীন নাগরির বিরুদ্ধে মামলা করেছে দুর্র্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববা দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে সংস্থার সমন্বিত ঢাকা জেলা কার্যালয়ে এ মামলা করেন। মামলায় শাহাবুদ্দিন নাগরির বিরুদ্ধে ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (২) এবং ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে ২০১৬ সালের ৮ আগস্ট শাহাবুদ্দিন নাগরির সম্পদ বিবরণী চাওয়া হয়। একইবছর ২৬ ডিসেম্বর তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। দুই বছর ধরে যাচা-বাছাই শেষে তার নামে-বেনামে সম্পদ পাওয়া যায়। তথ্য-প্রমাণে নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, শাহাবুদ্দীন নাগরি একাধারে সংগীত শিল্পী, শিশু সাহিত্যিক ও ছড়াকার হিসেবে পরিচিত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ