বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সন্ত্রাস দমন আইনের মামলায় নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক মো. হেলালসহ ৩০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল রোববার দুপুরে নীলফামারী জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকারের আদালতে আসামীরা উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সূত্রমতে, ২০১৮ সালের ১৭ আগস্ট সন্ধ্যায় জেলার ডিমলা উপজেলা জামায়াতের আমীর মহিউর রহমান নাশকতার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নিয়ে তার খালিশাচাপানী ইউনিয়নের ছোটখাতার নিজ বাড়িতে গোপন বৈঠকে মিলিত হন। খবর পেয়ে পুলিশ ওই বৈঠকে অভিযান চালিয়ে মহিউর রহমানসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।