Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে তিন নাটক নির্মাণ করছেন তৌকীর আহমেদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদকে এখন অভিনয়ে কম দেখা যায়। নির্মাণ নিয়েই ব্যস্ত তিনি। তবে ভাল গল্প ও চরিত্র পেলে মাঝে মাঝে অভিনয় করেন। তবে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে তিনি তিনটি খন্ড নাটক নির্মাণ করছেন। তিনি জানান, ঈদুল আজহায় তার পরিচালনায় পাদুকা সমাচার, স্বর্ণলতা ও রক্ত ঋণ নামে ৩টি নাটক প্রচার হবে বেসরকারি তিনটি চ্যানেলে। নাটকগুলো পরিচালনার পাশাপাশি এর রচনা ও চিত্রনাট্যও করেছেন তিনি। ইতোমধ্যে পাদুকা সমাচার নাটকের শূটিংয়ের কাজ শেষ হয়েছে। এতে অভিনয় করছেন রওনক হাসান, নাজিয়া হক অর্ষাসহ অনেকে। দেখা যাবে তৌকির আহমেদকেও। এছাড়া স্বর্ণলতা ও রক্ত ঋণ নাটকের কাজ শিগগিরই শুরু করবেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ