Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিয়া সাহার এনজিও পরিচালিত মানবাধিকার সংগঠন থেকে একযোগে পদত্যাগ

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ৩:৪৬ পিএম

প্রিয়া সাহার বেসকারি উন্নয়ন সংস্থা (শারি) এর অধীন ও অর্থায়নে পরিচালিত সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষা বিষয়ক একটি সংগঠন সুরক্ষা,নাগরিক অধিকার ও মর্যাদা-(সুনাম) এর কমিটি থেকে পদত্যাগ করেছে কমিটির সদস্যরা। রোববার দুপুরে পিরোজপুর সদর উপজেলা কমিটির সদস্যরা পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এক যোগে পদত্যাগের যোঘনা দেয়।
পিরোজপুর সদর উপজেলা কমিটির সুনাম সভাপতি মো: হাসিবুল ইসলাম লিখিত বক্তব্য বলেন, বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রতির দেশ। এ দেশে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহবস্থান যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তা বিশে^র কাছে রোল মডেল হিসেবে বিবেচিত হয়। সেই খানে প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা বিশ^াস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে বিশ^ দরবারে বাংলাদেশ কে হেয় প্রতিপন্ন করেছে। এ বিষয়টি আমরা মনে করছি দেশদ্রোহীতার সামিল। আমরা এই সময় প্রিয়া বালার বক্তব্য অসৎ উদ্দেশ্য প্রনোদিত এবং সাম্প্রদায়িক সম্পর্ক নষ্টের উষ্কানিমূলক অপচেষ্টা ছাড়া আর কিছুই নয় বলে মনে করছি। এছাড়া আমার বিভিন্ন সূত্রে ও সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জানতে পেরেছি প্রিয়া সাহা ও এই বক্তব্য তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য।
তাই প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা বিশ^াসের পরিচালিত বেসরকারি উন্নয়ন সংস্থা-“শারি” এর অধির পরিচালিত সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষা বিষয়ক একটি সংগঠন সুরক্ষা,নাগরিক অধিকার ও মর্যাদা-(সুনাম) পিরোজপুর সদর উপজেলা কমিটি থেকে আমরা কমিটির ২৫জন সদস্য তার বক্তব্যের প্রতিবাদ স্বরূপ কমিটি থেকে স্বেচ্ছায় সবাই পদত্যাগ করছি।
এ সময় প্রিয়া সাহা এর বক্তব্য বিষয়ে দেশে তাকে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার দাবী জানান তারা।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পিরোজপুর সদর উপজেলা সুনাম কমিটির সহ-সভাপতি তামিম সরদার, মানবাধিকার বিষয়ক সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, সদস্য ওয়ালিউর রহমান রাফি, ফেরদৌস রহমান সহ নেতৃবৃন্দ।



 

Show all comments
  • nuruzzaman ২১ জুলাই, ২০১৯, ১১:০১ পিএম says : 0
    or dristanto molok shasti dabi korsi, take droto ainer ahotay anahok,amar tar fashi dabi korsi
    Total Reply(0) Reply
  • আনিসুর রহমান আনিস ২৫ জুলাই, ২০১৯, ৯:৩৩ এএম says : 0
    প্রিয়া সাহার বিচার চাই চাই চাই
    Total Reply(0) Reply
  • syedul hoque ২৫ জুলাই, ২০১৯, ৩:১৪ পিএম says : 0
    যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে সংখ্যালধুদের কেউ আছেন কি?
    Total Reply(0) Reply
  • syedul hoque ২৫ জুলাই, ২০১৯, ৩:১৬ পিএম says : 0
    যারা পদত্যাগ করেছেন তাদের সকলের নামের তালিকা দিলে ভালো হতো।
    Total Reply(0) Reply
  • شش ২৫ জুলাই, ২০১৯, ৫:৩১ পিএম says : 0
    ETA EKTA DANDABAJI
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ