বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রায়গঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি টি. এম কামরুজ্জামান লাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় সাধারণ সম্পাদক বার্ষিক আয়-ব্যয় হিসাব উপস্থাপন করার পর আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে পাশ হয়। দ্বিতীয় পর্যায়ে নির্বাচন সংক্রান্ত আলোচনায় সকল সদস্য বক্তব্য রাখেন এবং বর্তমান সভাপতি টি. এম কামরুজ্জামান লাবু ও সাধারণ সম্পাদক কে. এম রফিকুল ইসলামকে পুনঃরায় দায়িত্ব পালনের অনুরোধ জানান, যার মেয়াদকাল ৩ বছর। পরে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৩ জনকে দায়িত্ব দেয়া হয়। এরা হলেন- স. ম আব্দুস সাত্তার, এইচ. এম মোনায়েম খান ও আলী হায়দার আব্বাসী। পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ, এইচ. এম মোনায়েম খান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার আব্বাসী, অর্থ সম্পাদক হাসানুজ্জামান সুলতান, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ইনকিলাবের প্রতিনিধি নাজমুল হোসেন তালুকদার, কার্যকরী সদস্য দীপক কুমার কর ও স. ম আব্দুস সাত্তার। উল্লেখ্য ১১ সদস্য বিশিষ্ট এ কমিটির মেয়াদকাল ৩ বছর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।