Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেভিন স্পেসির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ বাতিল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

অভিযোগকারী আদালতে তার বয়ান দেয়ায় অস্বীকৃতি জানাবার কারণে অভিনেতা কেভিন স্পেসির বিরুদ্ধে যৌন হয়রানির মামলা বাতিল হয়ে গেছে। এর আগে উইলিয়াম লিটল নামে এক পুরুষ অভিযোগ করেছিল ২০১৬’র জুলাইয়ে নানটুকেট দ্বীপের এক রিজর্টের বারে ৫৯ বছর বয়সী তারকা তাকে অযাচিত ভাবে স্পর্শ করেছিলেন। তবে, স¤প্রতি ম্যাসাচুসেটসের অভিযোগকারীর কৌঁসুলি জানিয়েছে, মূল অভিযোগকারী সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানাবার কারণে অশালীন হস্তক্ষেপ এবং আক্রমণের মামলাটি বাতিল হয়ে গেছে। “লিটল সংবিধানের পঞ্চম সংশোধনীর অনুসরণে সাক্ষ্য দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন কারণ তার অভিযোগের মূল ভিত্তি তার সেল ফোনটির তথ্য বদল হয়ে গেছে,” তার আইনজীবী বলেন। পঞ্চম সংশোধনী অনুযায়ী সাক্ষী বা বিবাদী সাক্ষ্য দেয়া থেকে বিরত থাকতে পারে। লিটল জানান ১৮ বছর বয়সে তিনি একটি বার-রেস্তরাঁয় কর্মরত থাকা অবস্থায় তার স্মার্টফোনে ঘটনাটি রেকর্ড করেছিলেন। পরে বিবাদী পক্ষের আইনজীবীকে তা পরীক্ষা করতে দেয়া হলে তা হারিয়ে যায়। লিটলের বাবা-মা এই তথ্য নিশ্চিত করেছে, উল্লেখ্য তারাও এই মামলায় সাক্ষী ছিলেন। একজন পুলিশ সদস্য জানায় সে ফোনটি থেকে সব তথ্য সংগ্রহ করার পর পরিবারের কাছে ফেরত দিয়েছিল তবে হস্তান্তরের কোনও প্রমাণ নিতে সে অবহেলা করেছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ