Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে খাঁচায় পাখির প্রদর্শনী

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

ঝালকাঠিতে প্রথম বারেরমতো অনুষ্ঠিত হয়েছে খাচায় পাখির প্রর্দশনী উৎসব। গতকাল শুক্রবার সকালে শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যাল মিলনাতনে এ উৎসব অনষ্ঠিত হয়। ঝালকাঠির পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির ফিতা কেটে ও পায়রা উড়িয়ে প্রর্দশনীর উদ্বোধন করেন। 


কেম্বাইন্ড পেটস এন্ড বার্ডস বরিশালের আয়োজন এ পাখি প্রদর্শনীতে দেশের সেরা দুটি পাখি প্রদর্শনী সংগঠন অ্যাভিয়েন কমিউনিটি অফ বাংলাদেশ ও বার্ডস রিগার সোসাইটি অব বাংলাদেশ অংশ নিচ্ছে। এতে বিভিন্ন জেলার ও স্থানীয় প্রায় ২০০ সৌখিন পাখি পালনকারী প্রায় ৪০ মিউটেশনের পাখি নিয়ে প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

জেলা আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম আনিসুর রহমান পলাশ, কেম্বাইন্ড পেটস এন্ড বার্ডস সভাপতি মামুনুর রশিদ রনি, বিশিষ্ট সমাজ সেবক রাজিবুল হক, মোস্তাফিজুর রহমান রিংকু প্রমুখ বক্তব্য রাখেন।

সকাল থেকে পাখি প্রেমিকদের কলতানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। পাখির প্রতি ভালবাসা ও পাখি পালনে সকলকে উদ্বদ্ধ করা লক্ষে এর আয়োজন করা হেেছ বলে জানিয়েছেন আয়োজক মামুনুর রশীদ রনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ